মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে লায়ন্স অব বাগেরহাট কিংসের কম্বল বিতরণ

প্রকাশ : 2022-02-09 19:48:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে লায়ন্স অব বাগেরহাট কিংসের কম্বল বিতরণ

লায়ন্স অব বাগেরহাট কিংসের উদ্যেগে শীতার্থ মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৯ফেব্রুয়ারী) বিকালে সদর উপজেলার রনবিজয়পুরস্থ আল জামিয়াতুল আরাবিয়া কাশিফুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানায় শিশুদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স অব বাগেরহাট কিংসের সাধারন সম্পাদক এস এম মহসীন, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট এস এম জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারন সম্পাদক এস কে বদরূল আলম, শেখ  মাসুদুজ্জামান,আতিকুর রহমান রাসেল, শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।