মাদারীপুর -৩ আসনের বিএনপির এমপি প্রার্থীর কলেজ শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : 2025-11-23 18:04:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকনের নির্দেশে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল অসহায় অভিভাবকদের মধ্যে কম্বল বিতরণের কাজ করেছে।
শীতের তীব্রতা বাড়ার আগে কলেজ ছাত্রদল মানবিক সহায়তার লক্ষ্যে এগিয়ে এসেছে। বিএনপির মাদারীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় সহ–গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের দিকনির্দেশনা অনুযায়ী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্তর নেতৃত্বে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে কলেজের অঙ্গনে অনুষ্ঠিত এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থী ও নিম্ন আয়ের বাবা-মায়েদের কাছে কম্বল প্রদান করা হয়। শীতের আগমনের আগে এই মানবিক উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষগুলো অত্যন্ত খুশি হয়েছে।
কম্বল বিতরণ শেষে লিমন হোসেন শান্ত জানিয়েছেন, "এ কলেজের প্রতিটি শিক্ষার্থী আমার পরিবারের সদস্যের মতো। যদি তাদের পরিবারে কষ্ট হয়, আমরা তা কখনোই দেখেও চুপ করে থাকতে পারি না। বিএনপির মানবিক আদর্শেই আমরা অসহায়দের পাশে দাঁড়িয়েছি, যাতে শীতে কোনো মা-বাবাকে কষ্ট সহ্য করতে না হয়।"
তিনি আরো বলেন, "বিএনপি সবসময় মানুষের অধিকার এবং কল্যাণে বিশ্বাসী। কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন ভাইয়ের দিকনির্দেশনার ফলে আমরা এই উদ্যোগ নিয়েছি। পূর্বের মতো ভবিষ্যতেও আমরা মানুষের পাশে দাঁড়াব, ইনশাল্লাহ।"
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা জানান, রাজনীতি ছাড়া মানুষের দুঃখ-দুর্দশায় সহায়তা করাই বিএনপির প্রকৃত শক্তি। এই লক্ষ্য নিয়ে ছাত্রদল সবসময় মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করছে।
মানবিক এই পদক্ষেপে উপকারভোগী পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে এবং স্থানীয় জনগণের কাছ থেকে ছাত্রদলের এই আবদান প্রশংসিত হয়েছে।