মাদারীপুর -১আসনে ১১ জনের মধ্যে ১০ জনের মনোনয়ন বৈধ

প্রকাশ : 2026-01-01 18:04:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুর -১আসনে ১১ জনের মধ্যে ১০ জনের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী, মোঃ ইমরান হাসান, প্রয়োজনীয় সমর্থন ও কাগজপত্রের ঘাটতির কারণে বৈধ ঘোষণা পাননি।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন নাদিরা আক্তার (বিএনপি), আবদুল আলী (কমিউনিস্ট পার্টি), মোঃ জহিরুল ইসলাম মিন্টু (জাতীয় পার্টি), সাইদ উদ্দিন আহমদ হানজালা (খেলাফত মজলিস), সাজ্জাদ হোসেন সিদ্দিকী (স্বতন্ত্র), আকরাম হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কামাল জামান মোল্লা (স্বতন্ত্র), রাজিব মোল্লা (গণ অধিকার পরিষদ), মোঃ হাবিবুর রহমান (লেবার পার্টি) ও মোঃ সরোয়ার হোসাইন (জামায়াতে ইসলামী)।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রার্থীরা এখন নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মাদারীপুর-১ আসনে এবার মোট ১১ প্রার্থী অংশগ্রহণ করেছেন, যা এই আসনের সর্বাধিক প্রার্থী সংখ্যার নজির হিসেবে ধরা হচ্ছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে।