মাদারীপুর-০১ আসনে মনোনয়নের খবরে বিক্ষোভ
প্রকাশ : 2025-11-05 10:17:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ঘোষণার পরপরই এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দলীয়ভাবে উক্ত আসনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তালিকায় মাদারীপুর-০১ আসনে জনাব কামাল জামান মোল্লা-এর নাম মনোনয়নপ্রাপ্ত হিসেবে উলেখ করা হয়।
মনোনয়নের খবর প্রচার হতেই শিবচর এলাকায় বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করেন। তারা স্থানীয় নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার দাবিতে শ্লোগান দেন ও অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এরপর দলীয় দফতর থেকে জানানো হয় যে, অনিবার্য কারণে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি’র দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন এবং উক্ত প্রার্থীর নাম অনিবার্য কারণে স্থগিত রাখা হলো। পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।” দলীয় সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ের সিদ্ধান্তে পর শিগগিরই উক্ত আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হতে পারে।
মাদারীপুর জেলা বিএনপি'র আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া জানান, বলেন কেন্দ্র থেকে যেটা স্থগিত করেছেন (সিদ্ধান্ত) তার প্রতি আমাদের সন্মান করা উচিৎ।