মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রায় ১১ লাখ খোয়ালেন নারী

প্রকাশ : 2026-01-14 18:31:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রায় ১১ লাখ খোয়ালেন নারী

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘটনা ঘটছে। বুধবার সকালে বেলা ১১টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘটনা ঘটছে। বুধবার সকালে বেলা ১১টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই নারী মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারীপুর সদর থানার লিখিত অভিযোগ ও ভুক্তভোগী নারী জানান, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী এলাকার বাসিন্দা ঠান্ডু সিপাহীর স্ত্রী মাহফুজা বেগম। সকালে তিনি নিজেদের প্রয়োজনে জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে এক নারী ও এক পুরুষ কৌশলে মাহফুজার সামনে কিছু খুচরা টাকা মাটিতে ফেলে তাকে সেগুলো তুলে দিতে অনুরোধ করতে বলেন। মাহফুজা বেগম মানবিক কারণে তাদের কিছু খুচরা টাকা তুলতে নিচু হলে ওই সুযোগে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি চিৎকার করে তাদের পিছু ধাওয়া করলেও অফিস চত্বরে থাকা ভিড়ের মধ্যে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে মাহফুজা বেগম বলেন, ‘একটি সরকারি অফিসে এসে আমার কষ্টার্জিত টাকা নিয়ে গেল। অথচ কেউ আমাকে সাহায্য করল না। এই টাকা হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’

এ ঘটনায় মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন বলেন, ‘টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সাব-রেজিস্ট্রার অফিসে টাকা লেনদেন করার নিয়মও নেই।’

অন্যদিকে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।