মাদারীপুর বিসিক ৪০ বছরেও শিল্প উদ্যোক্তা তৈরি করতে পারেনি

প্রকাশ : 2022-01-09 18:59:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুর বিসিক ৪০ বছরেও শিল্প উদ্যোক্তা তৈরি করতে পারেনি

মাদারীপুর বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠার ৪০ বছরেও গড়ে তুলতে পারেনি শিল্প উদ্যোক্তা। মোট ৯৩টি প্লটের মধ্যে হাতেগোনা কয়েকটি শিল্প কারখানা বাদে বাকি সবগুলো প্লট বরাদ্দ নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে যে যার মতো ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে। আবার কেউ কেউ প্লট বরাদ্দ নিয়ে অন্যজনকে গোডাউন হিসেবে ভাড়া দিয়েছে। 

মাদারীপুর শহরের সাথে কুমার নদীর তীর ঘেষে ১৯৮১ সালে ১৫ দশমিক ৩৩ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর বিসিক শিল্প নগরী। এ শিল্প নগরীতে শিল্প উদ্যোক্তাদের জন্য রাখা হয় মোট ৯৩ টি প্লট। কাগজে কলমে ৯৩ টি প্লটের মধ্যে ১৯ টিতে ইঞ্জিনিয়ারিং, ১৪টিতে খাদ্যজাত, ৫৫টিতে ফার্ণিচার, ২টি কেমিক্যল ও ৩টি বিবিধ ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে হাতে গোনা ১০-১২ টি ছোট শিল্প কারখানা রয়েছে এ বিসিক শিল্প নগরীতে। আর বাকি সবগুলো প্লট নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন দোকান ও গোডাউন হিসেবে ব্যাবহার করা হচ্ছে। আবার কেউ কেউ শিল্প কারখানার নামে প্লট বরাদ্দ নিয়ে অন্যের কাছে ভারা দিয়ে দিয়েছে। আবার অনেকে খুলে বসেছে চাল, ডালের পাইকারী দোকান। বিসিকের বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে কাঠ ব্যাবসায়ীরা। আবার অবকাঠামো তৈরী না করে কোনো রকম টিনের চালা দিয়ে সেখানে তৈরী হচ্ছে সেনেটারি রিং-সেলাব। এর জন্য বিসিক শিল্প নগরীর অব্যাবস্থাপনাকেই দায়ী করছেন সাধারণ ব্যাবায়ীরা ও এলাকাবাসী। এলাকাবাসীর দাবি যারা অনিয়ম করছে তাদের তালিকা করে দ্রুত ব্যাবস্থা নেয়া হোক। 

মাদারীপুর জেলা চাউল ব্যাবসায়ী সমিতির  সভাপতি হাজী সুলতান তালুকদার বলেন,জায়গা সল্পতার কারণে শিল্প কারখানা দিতে না পেরে বাধ্য হয়ে এখন চালের ব্যবসা করছেন ব্যবসায়ীরা।বিসিক মাদারীপুরের  সহকারী মহাব্যবস্থাপক মো. নাজমুল হক জানান, মাদারীপুর বিসিকে কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে অব্যবস্থাপনা দূর করে প্রকৃত শিল্প উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বিসিক এমনটাই প্রত্যাশা মাদারীপুরবাসীর।