মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত
প্রকাশ : 2022-09-01 19:20:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ ১ সেপ্টেম্বর মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, মোঃ বাবুল হাওলাদার, জেলা বিএনপির সদস্যও কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব মুন্সি, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, মাদারীপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব শিকদার, জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন খান মফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায় রাসেদুজ্জামান খান রাসেল, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, যুগ্ম- আহবায়ক মামুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ ইরাদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক শিকদার মিজান, জেলা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ এনামুল হক লালচান, জেলা আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ গোলজার আহম্মেদ মোস্তফা চিস্তী,জেলা শ্রমিকদল নেতা মোঃ সেলিম মুন্সি, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্যসচিব কামরুল হাসান প্রমুখ। উক্ত আলোচনা সভায় শিবচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম দিপু, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খানসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।