মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে মুনির চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ : 2022-09-15 19:49:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে মুনির চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

মাদারীপুর জেলা পরিষদের নির্বাচনে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরীকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  সকাল ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুনের হাতে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান পদে মুনির চৌধুরী। অন্য কোন দলের প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মুনির চৌধুরী বিজয়ের দিকে এগিয়ে আছেন।

এছাড়াও বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত জেলার ৫ টি উপজেলায় সংরক্ষিত নারী আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন, এদের মধ্যে শিবচর উপজেলার যুবলীগের সভাপতি ,যুব সমাজের আইকন হিসেবে পরিচিত মোঃ ইলিয়াস পাশা সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করে।

উল্লেখ্য আগামী  জেলা পরিষদ নির্বাচন ২০২২,১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দেন চেয়ারম্যান ও সাধারণ ও নারী সংরক্ষিত আসনে সদস্যরা , আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই , প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ ২৬ শে সেপ্টেম্বর।