মাদারীপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
প্রকাশ : 2022-03-16 10:19:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করায় মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিল করেছে মাদারীপুর জেলা ছাত্রদল। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র ডিসি ব্রীজ এলাকা থেকে সদ্য সাবেক সভাপতি শাহিন মৃধার নেতৃত্বে আনন্দ মিছিল শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তা মোড় এলাকায় সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রদেলর নব নির্বাচিত আহবায়ক মেহেদী হাসান। যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক নূর এ আলম, যুগ্ন আহবায়ক ফয়সাল আহম্মেদ, যুগ্ম আহবায়ক মহাদেব সূত্রধর, যুগ্ম আহবায়ক মাইদুর ইসলাম, সদস্য রুবেল খান, সদস্য ইমরান হোসেন, সদস্য আসিকুর রহমান রুবেল, সদস্য রিজন শিকদারসহ ৩১ সদস্য বিশিষ্ট মাদারীপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষর করে অনুমোদন করেন।