মাদারীপুর জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সভ অনুষ্ঠিত
প্রকাশ : 2024-08-03 18:32:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সারাদেশে স্বাধীনতা বিরোধীচক্র বিএনপি-জামাতের নৈরাজ্য, দেশী ও আন্তর্জাতিক বিরোধীচক্রের ষড়যন্ত্রে রাষ্ট্রীয় সম্পদ, দলীয় কার্যালয়, ব্যক্তিগত সম্পদ ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট চালানোর প্রতিবাদে মাদারীপুর জেলা আওয়ামীলীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে।
শনিবার (৩ আগস্ট) সকালে মাদারীপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ মোল্লা।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহাশীন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ও স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বিএনপি-জামাত আন্দোলনের নামে যে রাষ্ট্র ও দেশের সম্পদ ধ্বংসের খেলায় মেতেছে তা আর হতে দেয়া যাবেনা। অনেক সহ্য করেছি, আর না। যেভাবেই হোক আমরা ঐ বিএনপি-জামাতের লালিত সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দিবো।
এসময় বক্তরা- বিএনপি-জামায়াতের অপতৎপরতা রুখে দিতে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাদারীপুর পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ। প্রতিবাদ সভায় জেলা-উপজেলা-পৌর-ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।