মাদারীপুর আরিয়াল খাঁ নদীতে ব্যতিক্রম অনুষ্ঠান ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-10-11 14:35:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুর আরিয়াল খাঁ নদীতে ব্যতিক্রম অনুষ্ঠান ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারিপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুরের আড়িয়াল খাঁ নদীতে ব্যতিক্রম এক ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ বেলা বাইচ অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে আড়িয়াল খাঁ নদীর আলিপুর পয়েন্টে এই ভেলা বাইচের আয়োজন করা হয় এতে মেট ৮ টি দল  অংশ গ্রহন করেন। ব্যতিক্রমী এই ভেলা বাইচ দেখতে নদীর দুই পাড়ে কয়েক হাজার মানুষের সমাগম হয়। কলা গাছ দিয়ে তৈরী এ ভেলা, বাইচ প্রতিযোগিতায় বিনোদনের এক অন্য মাত্রা যোগ হয়েছে বলে জানান উপস্থিত দর্শনার্থীরা। আয়োজক কমিটি জানান বর্তমান যুগে চলছে ইন্টারনেটের উপর ভর করে এই যুব সমাজ প্রকৃত বিনোদন, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ। এ যুগের যুব সমাজ আজ অপ সংস্কৃতির দিকে ধাপিত হয়েছে। তাদের ইতিহাস, ঐতিহ্য ও সুষ্ঠ বিনোদন সম্পর্কে জানিয়ে দেওয়ার লক্ষ্যে এ ব্যতিক্রমি ভেলা বাইচের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন  আয়োজক কমিটির প্রধান হুমায়ন সরদার, ইউ পি সদস্য জাহাঙ্গীর, মোঃ মালেক, পূর্ব এনায়েতনগর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক লতিফ সরদার সহ প্রমুখ।