মাদারীপুর আদালত প্রাঙ্গনে বিচারপতির বৃক্ষরোপণ
প্রকাশ : 2022-09-27 13:40:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবতী মাদারীপুর বিচার বিভাগের কার্যক্রম পরিদর্শন শেষে সোমবার বিকেলে জেলা জজ আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রেজিষ্টার মো. সুলতান সোহাগ উদ্দিন, মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক মো. শরীফুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ কোহিনুর আরজুমান, মো. আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. ফয়সাল আল মামুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসাইন, অভিজিৎ চৌধুরী, মো. সাজিদ উল হাসান চৌধুরী, সহকারী জজ মো. মহসিন হাসান, মো. রহমত আলী, জেসমিন নাহার, আফরোজা সুলতানা সুইটি, জেলা লিগাল এইড অফিসার তানিয়া আক্তার, জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান সিকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আল মামুন প্রমুখ।