মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা : ১ যুবক গ্রেফতার 

প্রকাশ : 2023-02-07 17:46:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা : ১ যুবক গ্রেফতার 

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নিহতের ছেলে জুয়েল মাতুব্বর বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। এতে ৫১ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় কবির মাতুব্বর (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকা থেকে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত আক্কেল আলীর মাতুব্বরের ছেলে। সোমবার দুপুরে গ্রেপ্তার কবিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজলোর পাঁচখোলা এলাকার কাশেম মাতুব্বরের ছেলে আউয়াল মাতুব্বর (৫০) স্থানীয় একটি বাজারে চায়ের দোকান করতেন। আউয়ালের সঙ্গে পাঁচখোলা এলাকার দেলোয়ার হাওলাদার ও তার ভাই ওমর হাওলাদারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

এছাড়া স্থানীয় রাজনীতিতে দুটি পক্ষের দ্বন্দ্বে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাঁচখোলা এলাকায় সাহেব আলী মাতুব্বর নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলায় আসামি ছিলেন আউয়াল। প্রায় এক বছর আগে জামিনে বের হয়ে আনন্দবাজার এলাকায় একটি চায়ের দোকান দেন। ওই দোকানে ব্যবসা করতেন তিনি।

গত শনিবার রাত ১২টার দিকে নিজ দোকানে ঘুড়িয়ে ছিলেন আউয়াল। এসময় অজ্ঞাত পরিচয়ে কিছু লোক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায় আনন্দবাজার এলাকার রুহুল হাওলাদারের বাড়ির সামনে। এরপর ধারালো অস্ত্র দিয়ে আউয়ালকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে গুরতর অবস্থায় আউয়ালকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুর মেডিকেলে নেওয়ার পর শনিবার রাত ৪টার দিকে মারা যান তিনি। পরে লাশটি ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে সাড়ে সাড়ে ৪টায় দিকে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ।

নিহতের স্ত্রী জরিনা বেগম বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি মারা যাওয়ার আগে হামলাকারীদের নাম বলে গেছে। আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই, ওদের ফাঁসি চাই।

বিজ্ঞাপন

মামলার বাদী নিহত আউয়ালের ছেলে জুয়েল মাতুব্বর বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। পুলিশের কাছে অনুরোধ, আসামিদের যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়।

এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, আউলায়কে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।