মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত,আহত-১৫
প্রকাশ : 2026-01-19 11:53:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইক সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
সন্ধ্যা ৬টার দিকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আছে। সোয়া ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের টেক্সটাইল মিল এলাকায় বিপরিতমুখী একটি বাসকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ইজিবাইককে টেনে হেচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাস চাপায় ঘটনাস্থলেই ৫ জন মারা যায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে এসে ৩জনের লাশ উদ্ধার করি, বাসের চাপায় আরো ২ জনের মরদেহ আছে। দ্রুত বাসটি উদ্ধারের চেস্টা করছি। দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। দুর্ঘটনার সাথে সাথে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ সিমীত আকারে যান চলাচল শুরু করে। যান চলাচল স্বাভাবিক করতে এখনও তারা কাজ করছে। আহতদের হাসপাতালে পাঠানোর জন্য পর্যাপ্ত এ্যাম্বুলেন্স আনা হয়েছে। উদ্ধার ও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা বাহিনীর পাশাপাশি এলাকাবাসী যুক্ত হয়েছে।