মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, বাসে আগুন

প্রকাশ : 2021-12-31 16:55:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, বাসে আগুন

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভায় বলে জানান মাদারীপুর থানার ওসি কামরুল ইসলাম।

নিহতদের একজন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩৫)। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।

নিহত অপরজন হলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছড়া গ্রামের আবদুর রাজ্জাক মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দিদার পরিবহন নামে একটি বাস খুলনা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর শহরের খাগদি বাসস্ট্যান্ড মোড়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমন ঘটনাস্থলে নিহত হন। আর সাজ্জাদ মারা যান হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিলে ভেতরের প্রায় অর্ধেক পুড়ে যায়। এ সময় প্রায় এক ঘণ্টা মাদারীপুরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকেপরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভালে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে যাত্রী ছিল না। দুর্ঘটনার পরপরই বাস থেকে যাত্রীরা নেমে যায়। ওসি কামরুল বলেন, দুইজন নিহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ইতোমধ্যেই বাসটি জব্দ করেছে।