মাদারীপুরে স্কুল পর্যায়ে জাতীয় কৃমিনিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা

প্রকাশ : 2023-01-04 13:23:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে স্কুল পর্যায়ে জাতীয় কৃমিনিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা

আগামী ৭ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি স্কুল পর্যায়ে জাতীয় কৃমিনিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা মঙ্গলবার মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ এর সার্বিক তত্বাবধানে এ্যাডভোকেসি ও পরামর্শ সভায় মাদারীপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আয়ুব খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিশ্বাস,ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র দাস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান  প্রমুখ।

উক্ত সপ্তাহে সারা দেশের ন্যায় মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের  ৫ থেকে ১৬ বছর পর্যন্ত শিশুদের একটি কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।