মাদারীপুরে সাংবাদিকদের সাথে নৌকা প্রত্যাশী আনোয়ার হোসেনের মতবিনিময়

প্রকাশ : 2023-11-02 18:00:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে সাংবাদিকদের সাথে নৌকা প্রত্যাশী আনোয়ার হোসেনের মতবিনিময়

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (সদরের আংশিক-কালকিনি-ডাসার) আসন থেকে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মোঃ আনোয়ার হোসেন। গতকাল বুধবার রাতে মাদারীপুরের সদও উপজেলার স্থানীয় এক রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন,  মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করে যাব জনগণের দুঃখ-দুর্দশার পাশে থাকবো। সম্প্রতি মাদারীপুর ৩আসনের বিভিন্ন এলাকায় রিকশা-ভ্যান ও বিভিন্ন পেশাজীবী মানুষের সাহায্য-সহযোগিতা এবং অসহায় মানুষদের মাঝে সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করেছেন। তৃণমূল পর্যায়ের হতদরিদ্র ও গরীব মানুষদের নগদ অর্থ বিতরণের মাধ্যমে স্বাবলম্বী করেছেন। মাদারীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন, কালকিনি পৌরসভাসহ উপজেলার ৯টি ও ডাসারের ৫টি ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ২২৩ জন।