মাদারীপুরে সবুজ বাংলাদেশের নতুন কমিটির অভিষেক
প্রকাশ : 2022-10-24 09:55:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সবুজ পৃথিবী সবুজ মন, নিরাপদ হোক বিশ্বায়ন এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠান । উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্যানেল মেয়র জনাব সাইদুল বাশার টফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা কমিটির সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ, শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি ও মাদারীপুর প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক শফিক স্বপন, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট কানাই লাল দাস ও পাশে আছি মাদারীপুর জেলার প্রতিষ্ঠাতা পরিচালক বায়জিত মিয়া। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আজিজুল আরফান প্রিন্স, অনুষ্ঠানটির সন্চালনায় ছিলেন সাধারন সম্পাদক আশিষ কুমার অতিথিরা সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করেন এবং সর্বপ্রকার সহযোগী করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করা হয় এবং মিষ্টিমুখ করানো হয়।