মাদারীপুরে শুভাকাশ ইশারা এর ৩৫ বর্ষপুর্তি

প্রকাশ : 2025-10-08 11:37:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে শুভাকাশ ইশারা এর ৩৫ বর্ষপুর্তি

সবুজ শ্যামল বাংলাদেশ। সুখী,সুন্দর ও সুস্থ্য প্রজন্ম গড়বো -এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২ দিন ব্যপী চিত্রাঙ্কন, অভিনয় প্রতিযোগিতা, ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা সেবা, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি এসআর শফিক স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, শুভাকাশ ইশারার সাবেক সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন শুভাকাশ ইশারার সাধারণ সম্পাদক মোহামাদ জুম্মান হোসেন। উপস্থাপনা করেন কাজী মোস্তাফিজ টুটুল ও সানজিদা আক্তার সীমা। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শেষে মনোজ্ঞ সংগীত পরিবেশন করে খুলনা, ঢাকা ও মাদারীপুরের সংগীত শিল্পিদের সংগীত দর্শকদের মনোমুগ্ধ করে তোলে।