মাদারীপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার
প্রকাশ : 2022-10-06 18:49:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের সদর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামি মনির ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আঙ্গুল কাটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনির সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকার ছত্তর ফকিরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সকাল আনুমানিক ১০টার সময় শিশুটিকে একা ঘরে পেয়ে ধর্ষণের চেষ্টা করে মনির। এসময় শিশুটি ডাক চিৎকার করলে সে পালিয়ে যায়। এ ঘটনায় ২ অক্টোবর ভিকটিমের পরিবার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মনিরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।