মাদারীপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

প্রকাশ : 2022-02-21 18:53:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২ টার সময় মাদারীপুর সরকারি কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. মুহিত মোল্লা।

এছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল-কলেজ, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সোমবার সকালে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন মাদারীপুর শহরের বটতলা এলাকার ভাষা সৈনিক ডা. গোলাম মাওলার সামাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।