মাদারীপুরে রাত ৮টার পর দোকান খোলা, ১০ দোকানকে জরিমানা

প্রকাশ : 2022-11-01 12:55:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে রাত ৮টার পর দোকান খোলা, ১০ দোকানকে জরিমানা

মাদারীপুরের ডাসার উপজেলাতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার নতুন হাট থানা মার্কেট,পুরান থানা মোড়ে,উত্তর ডাসার বাজার,নবগ্রাম বাজার ও শশিকর বাজার এলাকায় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সারমীন ইয়াছমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।আজ সোমবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলে।এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিল ডাসার থানা-পুলিশের একটি দল।

ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বর্ণের দোকান,মুদি দোকান,ওয়ার্ক সপ দোকান,কসমেটিকসের দোকান,লেপ তোষকের দোকানসহ কাপড়ের দোকানকে জরিমানা করা হয়। 
তিনি আরেও বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসন আরও জোরালো অভিযান পরিচালনা করবে।

উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারের ওয়ার্ক সপ দোকানের মালিক বলেন,আমাদের ওয়ার্ক সপের দোকান আমাদের বেশির ভাগ কাজ রাতেই নিরিবিলি করতে হয়।তাছাড়া পূর্বে আমাদের বিষয়টি জানানো হয়নি।হঠাৎ ম্যাজিস্ট্রেট এসেই জরিমানা আদায় করলেন।

একই বাজারের আরেক দোকানদার সজিব বাড়ৈ বলেন,আমার দোকানে বাতি জ্বলে নাই কিন্তু রাত ৮টার পর আমার দোকান খোলা ছিলো আমি দোকানে ছিলাম তবুও আমাকে জরিমানা করলো।আগে থেকে এ বিষয়টি আমরা জানি না।