মাদারীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

প্রকাশ : 2022-04-04 10:09:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

মাদারীপুর  পৌর শহরের ডনোভান সরকারি বালিকা বিদ্যালয় এর পাশে নাহিদ হাওলাদারের বাড়ি থেকে ভাড়াটিয়া মৃনাল চন্দ্র  বিশ্বাস নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। নিহত মৃনাল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রামের মনি মোহন বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।  মৃনালের স্ত্রী মাদারীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ সুভ্রা দাস জানান গতকাল ২ এপ্রিল আমি বাবার বাড়িতে ছিলাম আজ  ৩ এপ্রিল ভোড় ৫টার দিকে আমি আমার বাসায় গিয়ে আমার স্বামী মৃনালকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পাই আমার স্বামী সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে, আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মৃনালের ঝুলন্ত মরদের উদ্ধার করে। 
 
বাড়িওয়ালা নাহিদ হাওলাদারের স্ত্রী প্রতিবেদককে জানান - নিহত মৃনাল অনলাইনে জুয়া খেলতেন ফলে অনেক দায় দেনার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা। নিহত মৃনাল চন্দ্র বিশ্বাসের  স্নিগ্ধা বিশ্বাস (৫) ও  শ্রেষ্ঠা নামের ১৮ মাসের ২টি কন্যা সন্তান রয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার এএসআই আলতাফের নেতৃত্বে মৃনালের ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  এই বিষয়ে জানতে চাইলে এএসআই আলতাফ মোবাইল ফোনে বলেন প্রাথমিক ধারণা করা হয়েছে যে, মৃনাল আত্মহত্যা করেছে, যেহেতু আমরা দরজা ভেঙে মৃনালের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃনালের পরিবারের কাউকে পাওয়া যায়নি।