মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে গাছের চারা বিতরণ
প্রকাশ : 2022-12-10 19:36:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর মাদারীপুর জেলা মুক্ত দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের সবুজ বাংলাদেশ’ এর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ করেছে। শনিবার সকালে শহরের কলেজ গেট এলাকায় জেলার সর্ব কনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। এর পূর্বে মুক্ত দিবস উপলক্ষে জেলার সর্ব কনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চুর কবরে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান খান বলেন, আমরা দেশকে পাকহানাদার মুক্ত করা জন্য ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম। এখন আমাদের বয়স হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা ইতোমধ্যে মারা গিয়েছেন। এখন তরুণ প্রজন্মকে দ্বায়িত্ব নিতে হবে। দেশকে ভালোবেসে দেশের কল্যাণের জন্য কাজ করে দেশকে রক্ষা করার দ্বায়িত্বও নিতে হবে। আমি আনন্দিত যে স্বপ্নের সবুজ বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত একটি সংগঠন। এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।