মাদারীপুরে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর অভিযানে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর

প্রকাশ : 2023-10-22 18:59:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর অভিযানে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর

মাদারীপুরের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযানে  নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর। ররিবার (২২ অক্টোবর) শিবচরের চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ী ইনচার্জ সফিকুর রহমানের নেতৃত্বে মাঝির ঘাট নৌ-পুলিশ ফাঁড়ীর সদস্যদের নিয়ে পদ্মা নদীর মাদারীপুর ও শরিয়তপুর অংশে অভিযান পরিচালনা করে পুলিশ।

এদিকে পুলিশে অভিযান টের পেয়ে নদী থেকে ইলিশ ধরার ট্রলার গুলো সরে গেলেও ইলিশ ধরার কাজে ব্যবহারিত স্পীডবোটের সাথে শুরু হয় পুলিশে ধাওয়া। তবে জেলেদের ব্যবহারিত স্পীডবোট গুলো অধিক গতি সম্পন্ন হওয়ায় এ যাত্রায় আটক থেকে বেঁচে যায় জেলেরা।

অভিযানে শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম ছাড়াও অংশ নিয়েছে চরজানাজান ও মাঝিঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

তবে পুলিশ বলছে, মাছ ধরায় ব্যবহারিত স্পীডবোটসহ সকল ধরণের নৌযান ও মাছ ধরতে নিষিদ্ধ সময় পর্যন্ত নদীতে এ অভিযান অব্যহত থাকবে।

শিবচর উপজেলা মৎস অফিস ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত শিবচরে ইলিশ ধরার অভিযানে মোট, ২২টি মোবাইল কোট পরিচালনাসহ ৩টি মামলায় ৫ জনকে সাঁজা ও ১৯ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।