মাদারীপুরে মার্কস দলগত স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
প্রকাশ : 2022-08-25 11:24:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে মার্কস দলগত স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে সরকারি রাজৈর গোপালগঞ্জ কে.জে.এস.পাইলট মডেল ইনস্টিটিউশন। তৃতীয় হয়েছে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউট।
মাদারীপুর পুলিশ লাইনস ড্রিলসেডে বুধবার (২৪ আগষ্ট) বিকেলে দুইদিন ব্যাপী দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার চাই্লাউ মারমা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, আন্তর্জাতিক দাবা মাস্টার আবু সুফিয়ান শাকিল, জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস, দাবা খেলোয়ার মোঃ ইকবাল হোসেন বাবুসহ অন্যরা।
বাংলাদেশ দাবা ফেডারেশন ও মাদারীপুর পুলিশ বিভাগের যৌথ সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ভিত্তিক মার্কস দলগত স্কুল দাবা প্রতিযোগিতায় জেলার ১৬টি স্কুলের ১৮টি দল অংশগ্রহণ করে।