মাদারীপুরে মারধরের নালিশ করায় সাংবাদিকের ভাইকে কুপিয়ে জখম

প্রকাশ : 2025-04-29 11:21:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে মারধরের নালিশ করায় সাংবাদিকের ভাইকে কুপিয়ে জখম

মাদারীপুরে অভিভাবকদের কাছে মারধরের বিচার চেয়ে নালিশ করার জেরে সাংবাদিকের বড় ভাই রুবেল মুন্সীকে (৩৩) কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহত হন আরও একজন। 

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল হৃদয়নন্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুবেল পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাহাঙ্গীর মুন্সীর ছেলে ও অনলাইন পত্রিকা ঢাকা পোস্টের মাদারীপুর জেলা প্রতিনিধি আকাশ আহম্মেদ সোহেলের বড় ভাই। এ ঘটনায় সোমবার বিকেলে ওই সাংবাদিকের সেজ চাচা শাহীন মুন্সী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রাজৈর থানায় একটা এজাহার দায়ের করেন।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, কয়েকদিন আগে রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামে মিল্কভিটার পেছনে বাড়ির পাশের একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল সাংবাদিক আকাশের চাচাতো ভাই ও মামলার বাদী শাহীনের ছেলে তামিম মুন্সী (১৬)। এসময় পার্শ্ববর্তী পূর্ব স্বরমঙ্গল গ্রামের ফায়েক ফকিরের ছেলে সিয়াম ফকির (১৯) ও তার দলবল মাদক সেবনের উদ্দেশ্যে এসে তামিমকে বাগান থেকে চলে যেতে বলে।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তামিমকে মারধর করে পালিয়ে যায় সিয়াম ও তার দলের লোকজন। ঘটনাটি তামিম তার বাবা শাহীনকে জানায়। পরে তিনি গিয়ে সিয়ামের এক অভিভাবকের কাছে নালিশ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২৮ এপ্রিল) সকালে সিয়াম তার দলবল নিয়ে তামিমের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, ছেনদা, লোহার রড ও হাতুড়ি নিয়ে তামিমের বাবা শাহীনের ওপর হামলা চালায় মারুফ খান (২০), সিয়াম ফকির (১৯), হাসিবুল (২১), নাফিজ বেপারী (১৯), হৃদয় হাওলাদার (২২) ও অপূর্বসহ (১৯) আরও ৮/১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এসময় তার ডাক-চিৎকারে রুবেলসহ তার চাচাতো ভাইয়েরা ছুটে এলে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের মাথায় কোপ দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে শাহীন ও রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সা/ই