মাদারীপুরে বিশেষ লকডাউনের প্রথম দিনে কঠোর : ফাঁকা রাস্তা-ঘাট

প্রকাশ : 2021-07-01 16:22:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে বিশেষ লকডাউনের প্রথম দিনে কঠোর : ফাঁকা রাস্তা-ঘাট

মাদারীপুরে বিশেষ লকডাউনের প্রথম দিনে কঠোর  ঘোষনায় মাদারীপুর রাস্তা-ঘাট ফাঁকা। শুনশান নিরাবতা শহর জুড়ে। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। বাজারগুলোতে কিছু সংখ্যক মানুষ দেখা-গেলেও তেমন ভীড় নেই। ফার্মেসী ছাড়া বন্ধ রয়েছে শহরের সমস্ত দোকান-পাট। জনসাধারণের চলাচলও খুবই কম। বন্ধ রয়েছে বেশিরভাগ হোটেল-রেস্তোরাও। কঠোর লকডাউনে বন্ধ রয়েছে সকল প্রকার সরকারি-বেসরকারি অফিস। বন্ধ রয়েছে গণপরিবহনসহ অন্যান্য যন্ত্রচালিত যানবাহন। 

বাংলারবাজার ফেরিঘাটে জরুরী যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন নেই বললেই চলে। নেই জনসাধারণের তেমন উপস্থিতি। বন্ধ রয়েছে ল  ও স্পীডবোট। 

বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন জানিয়েছেন, জরুরী যানবাহন ও পণ্যবাহী ট্র্যাক নিয়ে প্রয়োজন অনুসারে ফেরি চলাচল করছে। 

মাদারীপুরের জেলার প্রশাসক ড. রহিমা খাতুন জানিয়েছেন, মাদারীপুরে লকডাউন কার্যকর করতে ইতিমধ্যে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। আর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রওনা দিয়ে ঢাকা থেকে আসতেছেন। দুপুরের মধ্যে মাদারীপুরে কাজ শুরু করবেন। 

গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন করে করোনা ভাইরাস সংক্রমন শনাক্ত হয়েছেন ৮৪ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪৩ভাগ। জেলায়  মোট মৃত্যুবরণ করেছেন ৩৪ জন। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ১২ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৫১৬ জন।