মাদারীপুরে বালু বোঝাই ট্রলির ধাক্কায় কোর্টের মুহুরী নিহত

প্রকাশ : 2024-01-28 16:05:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে বালু বোঝাই ট্রলির ধাক্কায় কোর্টের মুহুরী নিহত

মাদারীপুরের কালকিনিতে বালু বোঝাই মাহিন্দ্র ট্রলীর ধাক্কায় মোটরসাইকেল চালক কোর্টের এক মুহুরী ঘটনাস্থলে নিহত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কালকিনি-ভুরঘাটা সড়কের কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহত নেছার হাওলাদার (৩৫) কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদি গ্রামের আঃকাদের হাওলাদারের ছেলে। তিনি পেশার কোর্টের একজন মুহুরী ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান,মাদারীপুর কোর্টে যাওয়ার পথে উপজেলার কাঠেরপোল এলাকায় একটি দ্রুতগতির বালুবাহী মাহিন্দ্র ট্রলী পিছন দিক থেকে নেছারের মোটরসাইকেলে ধাক্কায় দেয়।পরে তিনি সড়কে ছিটকে পরলে তার মাথার উপর দিয়ে ট্রলীর চাকা চলে যায়।এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক নেছারের।

এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক মাহিন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাদের উপর হামলা চালায়।এতে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি  ক্ষতিগ্রস্থ হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এই ঘটনায় প্রায় দুই ঘন্টা কালকিনি - ভুরঘাটা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান,যাতে আর একটি প্রাণ এভাবে দুর্ঘটনায় হারাতে না হয় সে জন্য অবৈধভাবে চলা এসব মাহিন্দ্র ট্রলী বন্ধ করা হবে।

 

সান