মাদারীপুরে বাদ্যযন্ত্রের শব্দ কমাতে অনুরোধ করায় কৃষকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট

প্রকাশ : 2025-03-29 18:59:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে বাদ্যযন্ত্রের শব্দ কমাতে অনুরোধ করায় কৃষকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট

মাদারীপুরে উচ্চ বাদ্যযন্ত্রের শব্দ কমানোর অনুরোধ করায় এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার কুলপদ্বী মোবারককান্দি এলাকার বাসিন্দা আলমগীর হোসেন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারটি সূত্র জানায়, শুক্রবার বিকেলে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে পিকনিকের আয়োজন করে মোবারককান্দি এলাকার কয়েকজন যুবক। তাদের বাদ্যযন্ত্রের শব্দ কমাতে অনুরোধ জানায় আলমগীর হোসেন। কিন্তু ওই বখাটে যুবকরা আরও উচ্চ শব্দে বাদ্যযন্ত্র গান শুনছিল। পরে আলমগীর হোসেন স্ত্রী ও তার মেয়ে এই ঘটনার প্রতিবাদ করলে তারা ওই রাতেই তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরের দরজা জানালা ভেঙে ঘরের মধ্যে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীদের বাঁধা দিতে গেলে তারা আলমগীর হোসেন তার পরিবারের সদস্যদের মারধরও করেন বলে অভিযোগ করেন তারা। 

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন খবর পেয়ে রাতেই সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাতেই ৮জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।