মাদারীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

প্রকাশ : 2024-05-07 13:41:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

মাদারীপুরে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে সনজিত বল্লভ(৩৫) নামে এক মিষ্টি  শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুর পুরাতন বিসিক শিল্পনগর এলাকায় কুমার নদীতে গোসল করছিলেন সঞ্জিত বল্লভ।হঠাৎই নদীতে বজ্রপাত পড়লে পানিতে গোসলরত অবস্থায় অচেতন হয়ে যান তিনি।পরে স্হানীয়দের সহযোগীতায় তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।সনজিত বল্লভ(৩৫) গোপালগঞ্জের কোটালিপাড়া কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকার নগেন বল্লভের পুত্র। মাদারীপুর পুরানবাজার আজমিরি মিষ্টান্ন ভাণ্ডারে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।