মাদারীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি আটক

প্রকাশ : 2025-09-20 10:35:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি আটক

মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ঘটনা মামলার দু’আসামিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার [১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।

আটক দু’জন হলেন শিবচর চর-সামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার [৩২) ও শিবচর কেরানিহাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার [২২)।বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

র‌্যাব জানান, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে একটি ব্যাংকের সামনে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাদবর[২৫) নামে এক শিক্ষার্থীকে। নিহত রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। আসামিদের আটকে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ যৌথভাবে তদন্ত শুরু করে।

র‌্যাব জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা-কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে আসামি রানা ও সিয়ামের উপস্থিতি শনাক্ত করে তারা। পরে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হত্যা মামলার দু’আসামিকে।