মাদারীপুরে পৃথকসড়ক দুর্ঘটনায় ২ নিহত, আহত-৫
প্রকাশ : 2024-12-02 18:06:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। জানাযায়, সোমবার দুপুরে রাজৈর উপজেলার ইশিবপুর ব্রীজের ঢালে হোলসিম কোম্পানির সিমেন্ট ট্রাকের চাপায় লাইলী বেগম(৫০) কে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক জিয়াউল হককে রাজৈর থানা পুলিশ আটক করে। অপরদিকে সদর উপজেলার খোয়াজপুর মঠের বাজার এলাকায় দাড়ানো একটি ট্রাককে অপরদিক থেকে আসা গরুর বহনকারী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে থাক্কা দিলে ট্রাকে থাকা অজ্ঞাত(৫৫) মারা যায়। এ সময় গরুর ট্রাকে থাকা ৫ জন আহত হন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।