মাদারীপুরে পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহনাজের বিরুদ্ধে ১৭ মামলা
প্রকাশ : 2023-09-06 16:52:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা শাহনাজ পারভীনের বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা অপরাধে বিভিন্ন আদালতে ১৭টি মামলা হয়েছে। এরমধ্যে ১২টি মামলা নিষ্পত্তি হলেও বর্তমানে চলছে ৫টি মামলা। এসব মামলার অধিকাংশই ফৌজদারী অপরাধে করা হয়েছে। তারপরে গেলো বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের আদেশ দিলেও অজ্ঞাত কারণে স্বপদে চাকুরী করছেন শাহনাজ পারভীন। যদিও বরখাস্তের বিষয় জানেন না বলে দাবী করেছেন তিনি। আর কর্তৃপক্ষও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেনয়।
এমএ মুহিত স্বাক্ষরিত এক ব্যক্তি লিখিত অভিযোগে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের জানান, মাদারীপুর জেলা সদরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা হিসেবে কর্মরত শাহনাজ পারভীনের নামে মাদারীপুর, বরিশাল ও ঢাকা জেলার আদালত ১৭টি মামলা হয়। এতে কয়েকবার তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করেন। ফলে সরকারি চাকরী আইন ২০১ এর ৩৯ (২) উপধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি মোতাবেক স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিবের নির্দেশক্রমে উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন শাহানাজ পারভীনকে গতবছরের ২৪ জুলাই বরখাস্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন। কিন্তু দীর্ঘ দিন হলেও তার বরখাস্তটি বাস্তবায়ন হয়নি।
এমএ মুহিত আরো বলেন, ‘আজোও শাহনাজ পারভীন বহাল তবিয়তে নিজ কর্মস্থলে স্বপদে রয়েছেন। অথচ শাহনাজ পারভীন স্বপদে চাকুরী করে বিভিন্ন ট্রেনিং ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহন করছেন। কোন অদৃশ্য শক্তির বলে এতো অভিযোগ থাকা স্বত্বেও কর্মস্থলে চাকুরীরত রয়েছেন। এতে আমি খুবই আশাহত। বিয়ষটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করছি।’
অনুসন্ধানের তথ্য মতে, শাহনাজ পারভীনের বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার হাওলাডাঙ্গার লক্ষীখালী গ্রামের শাহজাহান মীরের মেয়ে। তিনি ২০১৮ সালের ১৫ এপ্রিল এই পদে চাকুরীতে যোগদান করেন। এসএসসি পাশ করে উক্ত পদের বিজ্ঞপ্তির আবেদনের তারিখ শেষ হলেও জালিয়াতির মাধ্যমে ৮ মাস পরে আবেদনপত্র জমাদান করেন চাকুরী করেন। যার অভিযোও দুর্নীতি দমন কমিশনে জমা দেয়া হয়েছে।
এব্যাপারে বরখাস্ত কারণ ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহনাজ পারভীন বলেন, ‘আমার সাবেক স্বামী এমএ মুহিত আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে। তিনিসহ আরো কয়েকজন ১৭টি মামলা দিলেও বর্তমানে ৫টি মামলা চলমান রয়েছে। এগুলোও মিথ্যে প্রমাণিত হবে। আর সাময়িক বরখাস্তের বিষয় আমি জানি না।’
শাহনাজ পারভীনের কর্মস্থল মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার সাবিনা বিনতে আলমগীর জানান, ‘আমাদের কাছে সাময়িক বরখাস্তের কোন কপি আসেনি। যে কারণে আমরা তাকে স্বপদে রেখেছি। তার ব্যক্তিগত মামলা থাকলে আমাদের কিছু করার নেই। যদি তিনি হাজতবাস করেন, তার যথাযথ প্রমাণ থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর বেশি জানি না।’
এব্যাপারে মাদারীপুর মা ও শিশ কেন্দ্রের উপপরিচালক মো. ওয়ালিউর রহমান বলেন, ‘শাহনাজ পারভীনের বিরুদ্ধে একাধিক অভিযোগ মৌখিক ও লিখিতভাবেও পেয়েছি। বিষয়টি জানার পরে আমি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যে ঢাকা প্রেরণ করেছি। খুব শীঘ্রই তার বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সাময়িক বরখাস্তের বিষয় আমিও জানি না। হয়ত আমার আগে যেনি দায়িত্বে ছিলেন, সে বলতে পারবে।