মাদারীপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ : 2022-12-11 18:30:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর সদরে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মেয়েটির পরিবার বলছে, উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকায় রবিবার (১১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মৃত আড়াই বছর বয়সী শিশুর নাম আফিয়া। সে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় রহিম মাদবরের নাতনি ও মাগুরা জেলার বোয়ালখালি এলাকার আশরাফুর শেখ ও ঊর্মি আক্তার দম্পতির মেয়ে।
বাবা আশরাফুর শেখ জানান, কয়েকদিন আগে তার স্ত্রী মেয়েকে নিয়ে মাগুরা থেকে মাদারীপুর বেড়াতে যান। সকালে শিশু আফিয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
হাসপাতালের চিকিৎসক শাওলিন আফরোজ বলেন, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে।