মাদারীপুরে নানাবাড়ি যাওয়ার পথে প্রাণ হারাল শিশু নুসরাত

প্রকাশ : 2024-03-18 12:21:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে নানাবাড়ি যাওয়ার পথে প্রাণ হারাল শিশু নুসরাত

মাদারীপুরের রাজৈরে নানাবাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নুসরাত আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট এক নম্বর ব্রিজ এলাকায় রবিবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত নুসরাত উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামের বিগুল শেখের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহত শিশুর খালু ইসরাফিল মোল্লা জানান, নুসরাতের মামা সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় কোস্ট গার্ডের হাতে ধরা পড়েছেন। এ খবর শুনে মা-বাবা ও খালা-খালুর সাথে রাজৈর উপজেলার মহিষমারী গ্রামে তার নানাবাড়ি যাওয়ার উদ্দেশে মহাসড়কের পাশে এসে দাঁড়ায় নুসরাত। এ সময় অটোভ্যানে উঠতে গেলে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সান