মাদারীপুরে দেশীয় বাংলা মদসহ গ্রেফতার দুই

প্রকাশ : 2022-07-16 19:20:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে দেশীয় বাংলা মদসহ গ্রেফতার দুই

মাদারীপুরে প্রায় ১৫০ লিটার দেশীয় বাংলা মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১১ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে চরমুগরিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মো. রোমান সরদার ও এস আই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি গোলাবাড়ি এলাকার মৃত আব্দুল জলিলের খানের ছেলে স্বপন খান (৪৩) ও সৈদার বালী পুরাতন জেলখানা এলাকার সোহেল খান (২৯)। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানায়, দেশীয় বাংলা মদসহ দুই জনকে গ্রেপ্তারের পর মামলা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।