মাদারীপুরে দুবাই প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট

প্রকাশ : 2024-01-26 11:23:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে দুবাই প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট

মাদারীপুরে এক দুবাই প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একজন। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে মিজান মীরের বাড়িতে এ ঘটনা ঘটে। মিজান দীর্ঘদিন ধরে দুবাই থাকেন ও তিনি একই গ্রামের মোতালেব মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেন মিজান। দেশে আসার সময় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়িতে আসেন। এই খবরে বুধবার রাতে তার বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় বাড়িঘর ভাংচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। পরে ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় হামলাকারী। বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয় মিজানের স্ত্রী সুমি বেগমকে। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগি মিজান মীর বলেন, শাজাহান, জলিল ও এমদাদসহ বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত। আমি এর বিচার চাই ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।

আহত মিজানের স্ত্রী সুমি বেগম বলেন, একসাথে ৮-১০ জন লোক ঘরের ভেতর প্রবেশ করে। পরে সবকিছু তছনছ করে মালামাল নিয়ে যায়। বাঁধা দিলে আমাকে পিটিয়ে আহত করে তারা। আমি এই ঘটনার বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা। আহত সুমি বেগম হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।