মাদারীপুরে ডিমভর্তি পিকআপ খাদে পড়ে ডিম ব্যবসায়ী নিহত, আহত দুই
প্রকাশ : 2025-07-17 14:11:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মাদারীপুরে ডিমভর্তি পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে নুর নবী নামের এক ডিম ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার ভোরে ডাসার উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী নুর নবী পিরোজপুরের নাজিরপুর
উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ এহতেশামুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে পিকআপে ডিমবোঝাই করে শরিয়তপুর যাচ্ছিল চালক, হেলফার ও ব্যবসায়ী নুর নবী। মাঝপথে গোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক সড়কের ডাসার উপজেলার আশ্রম এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় চালক হিজবুল্লাহ্, হেলফার সজিব ও ব্যবসায়ী নুর নবী। পরে চালক পালিয়ে গেলেও নুর নবীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে চালক হিজবুল্লাহ দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে নেয়া হবে
কা/আ