মাদারীপুরে জেলা যুবদলের বিক্ষোভ অনুষ্ঠিত
প্রকাশ : 2022-08-03 19:42:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে মাদারীপুরে জেলা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫ টায় মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ মামুন চৌধুরীর পরিচালনায় মাদারীপুরের ডিসির ব্রীজে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ। জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন খান মফা, জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ শাহিন মৃধা, যুবনেতা মোঃ সালাউদ্দিন বেপারী, মাদারীপুর জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ আকতার হোসেন খান, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সেলিম মুন্সি, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদসসচিব মোঃ কামরুল ইসলাম প্রমুখ।