মাদারীপুরে জেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-08-24 19:14:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে জেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ আগস্ট বিকাল ৪ টায় জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম, সহ-গন শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুরাদ, মামুনুর রশিদ বাবুল হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সভাপতিও জেলা বিএনপির সদস্য মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব মিয়া, শিবচর উজেলা বিএনপি নেত্রী নাদিরা মিঠু, বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন খান মফা, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা শ্রমিকদল নেতা মোঃ সেলিম মুন্সি, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির প্রমুখ।