মাদারীপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ : 2022-06-10 16:43:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন

মাদারীপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে ও এসডিজি'র লক্ষ্য বাস্তবায়নে ক্ষুদ্র পরিসরে হলেও ভূমিকা রাখবে। শুক্রবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মাদারীপুর ০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এসব কথা বলেন।

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে উন্মুক্ত মাঠে ২ একর খাস জমির উপর এই স্কুল ও কলেজে নির্মাণ করা হচ্ছে। শাজাহান খান তার বক্তব্যে জানান চালু হতে যাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি মাদারীপুরে শিক্ষার মানোন্নয়নে ও এসডিজি'র লক্ষ্য বাস্তবায়নে ক্ষুদ্র পরিসরে হলেও ভূমিকা রাখবে। 

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান খান, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী  কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিগর্গ, স্থানীয় পৌর কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, এই  প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে ছেলে ও মেয়েদের জন্য শিক্ষা কার্যক্রম চালু হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এই বিদ্যালয়ে থাকছে আইসিটি ল্যাব, খেলার মাঠ, বিজ্ঞানাগারসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।  জেলা প্রশাসক  ড. রহিমা  খাতুন জানান ২০২৩ সালের জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্য নিয়ে ইতোমধ্যে শিক্ষক ও কর্মচারী নিয়োগোর জন্য বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। অনুষ্ঠানে আরো বলা হয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে  ।