মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষ,  উভয়পক্ষে ১০ জন আহত

প্রকাশ : 2022-12-13 15:17:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষ,  উভয়পক্ষে ১০ জন আহত

মাদারীপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে চারজন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন-স্তফাপুর ইউনিয়নের সিকিনোহাটা এলাকার রবিউল ফকির, সাইফুল শিকদার, হোসেন ফকির ও মো. বাদল। তাদের মধ্যে বাদল ও সাইফুলকে উন্নতি চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুরে জমির সীমানা নিয়ে বাদল শিকদারের সঙ্গে রবিউল ফকিরের কথাকাটাকাটি হয়। এ সময় স্থানীয় মাদবররা সালিশ বসিয়ে দুপক্ষের মীমাংসা করে দেন। এর একদিন পর আজ সকালে জমিতে কাজ করতে যান রবিউল ফকির। এ সময় জমিতে বীজ বপন নিয়ে দুপক্ষের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। একপর্যায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক জায়িন আরেফিন জানান, মারামারির ঘটনায় কয়েকজন হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তাদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ভর্তি হওয়া চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

আহত রবিউল ফকির বলেন, ‘বাদল শিকদারের লোকজন সকালে আমার জমির সীমানা থেকে বাড়তি জমি কেটে নেয়। পরে বীচ বপন শুরু করে। আমি প্রতিবাদ জানালে, বাদল আমার লোকজনের ওপর হামলা চালায়। আমি এ ঘটনার বিচার চাই।’

অভিযোগের বিষয়ে বাদল শিকদার বলেন, ‘আমি আমার জমির সীমানা কাটি। বীচ বপন করি। জমি আমার তাই আমি আমার ইচ্ছেমত কাজ করব। কিন্তু রবিউল অন্যায়ভাবে আমাকে বাধা দেন। হামলা ও সংঘর্ষের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’