মাদারীপুরে এক যুবককে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ : 2023-07-27 10:49:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে এক যুবককে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুর  এক যুবককে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।  আহত সবুজ মৃধা (২৯) নতুন শহর এলাকার বাদশা মৃধার ছেলে।

হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার থেকে জানা যায়, মাদারীপুর পৌর শহরের নতুন শহর এলাকার বাড়িতে ঘুমিয়ে ছিল সবুজ মৃধা। হঠাৎ তার মুঠোফোনে কল এলে সবুজ চলে আসে বটতলায়। সেখানে যাওয়া মাত্রই তাকে কোপানো শুরু করে দুর্বৃত্তরা। এতে তার পায়ের এবং হাতের রগ কেটে ফেলে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আহত সবুজের বাবা বাদশা মৃধা বলেন, যারা আমার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে কোপাইছে আমি তাদের বিচার চাই। এভাবে একটা মানুষকে কোপাতে পারে না। তারা মানুষ নামের পশু। 
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শাওলীন আফরোজ বলেন, বিকেলের দিকে সবুজ নামের এক রোগীর হাত এবং পা ও শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় কোপের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায়। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে। 
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বটতলা এলাকায় সবুজ নামের এক ছেলেকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। বিষয়টি শুনেছি। এখনও ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।