মাদারীপুরে এক ঘণ্টার কুকুরের কামড়ে আহত হয়েছেন ৯ জন

প্রকাশ : 2021-09-01 07:46:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে এক ঘণ্টার কুকুরের কামড়ে আহত হয়েছেন ৯ জন

মাদারীপুরে এক ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত ৯ জন। আহত নয় জনের তিন জনকে চিকিৎসা দিতে পারলেও বাকিদের ফিরিয়ে দেয়া হয়েছে। পুরো এলাকায় জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে।

মাদারীপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের দত্তকেন্দুয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন-তুস্টচরণ কুমারের ছেলে উত্তম কুমার (৩১), ফটিক বাড়ৈয় এর ছেলে স্বপন বাড়ৈয় (৩৫), নবায়ন বাড়ৈ-এর ছেলে অলোক বাড়ৈয় (২০), চুদ্দু বাড়ৈয় এর ছেলে অঙ্কুশ বাড়ৈয় (৩০), জিতেন মন্ডল (৫৫)সহ আরও চার জন। এরা সকলেই দত্তকেন্দুয়া এলাকার বাসিন্দা।

হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে এলাকাটিতে কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সোমবার রাত ১১ টার দিকে বেশ কয়েকটি কুকুর ক্ষিপ্ত হয়ে এলাকা দিয়ে ঘুরে ঘুরে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আহতরা তাৎক্ষনিক ভাবে মাদারীপুর সদর হাসপাতালে গেলে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিলেও বাকিদেকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।

আহত স্বপন বাড়ৈয় বলেন, বাড়ি থকে বের হয়ে মোটরসাইকেল উঠার পরেই একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি অনেক চেষ্টা করেও কুকুটি ছাড়াতে না পেরে, শেষে কুকুরের মুখের ভিতর হাত দিয়ে তারপর ছাড়াতে হয়েছে। পুরো এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা অশোক দত্ত বলেন, রাতে তিন জন রোগীকে চিকিৎসা দিতে পেরেছি। রাত বেশি হওয়াতে বাকিদের পরদিন সকালে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে তিন জনের অবস্থা বেশি গুরুতর।