মাদারীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশ : 2026-01-15 14:47:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি

মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামে ইতালি প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে টিনশেড ঘরের ছাদের টিন কেটে ঘরে প্রবেশ করে ডাকাত দল এ ঘটনা ঘটায়।

ভুক্তভোগীরা হলেন—ইতালি প্রবাসী আলামিন পাটোয়ারী ও ইমন পাটোয়ারী। তারা কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামের মরহুম দওলত আলী পাটোয়ারীর সন্তান।

আলামিন পাটোয়ারীর মা সুমা আক্তার (৫০) বলেন, দীর্ঘদিন ধরেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি মাদারীপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা করেন এবং কয়েকদিন বোনের বাড়িতে অবস্থান করেন। পরে ঘরের মালামাল নেওয়ার উদ্দেশ্যে তিনি বাড়িতে আসেন। বুধবার সকাল দশটার দিকে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখি পুরো ঘর তছনছ করা। 
সুমা আক্তার আরও জানান, ডাকাতরা তার ঘরে থাকা মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও চেক বই নিয়ে গেছে। 

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামে একজন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”