মাদারীপুরে আশ্রয়ণ- প্রকল্পের গৃহ নির্মাণ পরিদর্শনে প্রকল্প পরিচালক
প্রকাশ : 2022-09-25 19:44:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে আজ রবিবার সকালে আশ্রয়ণ-প্রকল্পের ঘর র্নিমাণ পরিদর্শন করেন প্রকল্প পরিচালক মোহাম্মাদ আসাদুজ্জামান। কালকিনি ও ডাসার উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের জন্য তৃতীয় পর্যায়ে নির্মিত হচ্ছে ১শত তিনটি ঘর। এসব ঘর নির্মাণকাজের অগ্রগতি ও হস্তান্তরের সময় সিমা ও মান যাচাই পরিদর্শন করেছেন আশ্রয়ণ- প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মাদ আসাদুজ্জামান । এসময় তিনি কালকিনি পৌর এলাকার চড় ঠেঙ্গামারা গ্রামের র্নিমিত ঘরের কাজের মান ও অগ্রগতি দেখেন সন্তোষ প্রকাশ করেন। এ সময় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা,সদ্য বিদায়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইমরান খান, সদ্য যোগদান কারীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম. কায়েছুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।