মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশ : 2024-12-09 18:02:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনাসভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন, দুদক, দুপ্রক, সচেতন নাগরিক কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জেলা সমন্বিত অফিস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক মানববন্ধ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমন্বিত হল রুমে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। মাদারীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ডা. মুজিবুল হক এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস, মাদারীপুর দুদকের উপপরিচালক মো. আতিকুর রহমান, জেলা সচেতন নাগররিক কমিটির সভাপতি খান মো. শহীদ প্রমুখ।