মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : 2021-10-02 19:21:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নতুন শহরস্থ শুভাকাশ ইশারা মিলণায়তনে মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, র্যালী, কেক কাটা ও মাস্ক বিতরণ করা হয়। সকাল ১১টায় একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. ফায়েজুল শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান লস্কর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক সাগর হোসেন তামিম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজান ফরাজী, সহ-সভাপতি ও সাংবাদিক শফিক স্বপন , সহ-সভাপতি ও সাংবাদিক এসএম আরাফাত হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মশিউর রহমান পারভেজ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাহ হোসেন মিঠু, মামুন বেপারী, সাংগঠনিক সম্পাদক নজরুল তায়ানী, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. ফারহানা ইসলাম কান্তা, মানবাধিকারকর্মী রাশেদুল ইসলাম খোকন তালুকদার, নূরুল হক সর্দার প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।