মাদারীপুরের ৪ হাসপাতালে হাইফ্লোনেজাল ক্যানোলাসহ জরুরী চিকিৎসা সামগ্রী বিতরন

প্রকাশ : 2021-04-18 15:28:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরের ৪ হাসপাতালে হাইফ্লোনেজাল ক্যানোলাসহ জরুরী চিকিৎসা সামগ্রী বিতরন

করোনা সংক্রমন রোধে মাদারীপুরের ৪ হাসপাতালে হাইফ্লো নেজাল ক্যানোলাসহ জরুরী চিকিৎসা সামগ্রী বিতরন করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। রবিবার সকালে জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা জন্য বিশেষায়িত হাসপাতাল বহেরাতলা হাজী কাশেম উকিল মা ও শিশু কল্যান কেন্দ্র ও দত্তপাড়া চৌধুরী ফাতেমা বেগম  মা ও শিশু কল্যান কেন্দ্রর জন্য হাই ফ্লো নেজাল ক্যানোলা ২টি, অক্সিজেন কনসেনট্রেটর ২টি , পালস অ·িমিটার ৪টি দেয়া হয়। এছাড়াও মাদারীপুর সদর হাসপাতালে ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সামগ্রী বিতরন করা হয়।  সম্প্রতি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী করোনা রুগীদের জন্য উপরে উল্ল্যেখিত সামগ্রী দেয়ার ঘোষনা দেন। করোনা প্রতিরোধে প্রায় ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী জেলা পরিষদের পক্ষ থেকে বিতরন করা হয়েছে। 

রবিবার এসকল সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোস, জেলা পরিষদের সদস্য শাহারিয়ার হাসান খান রানা, আয়শা সিদ্দিকা মুন্নী প্রমুখ।